‘পাকচং ঘাষ খাওয়ালে কম খরচে গরুর খামারে উৎপাদন বাড়বে’

মোরেলগঞ্জ প্রতিনিধি

আপডেট : ০৪:১১ পিএম, রোববার, ২৮ জুলাই ২০১৯ | ৫৬৩

‘পাকচং ঘাষ খাওয়ালে সুস্থ্য থাকবে গরু। দানাদার খাদ্যের চাপ কমবে। বাড়বে উৎপাদন’। বাগেরহাটের মোরেলগঞ্জে গরুর খামারীদের এক সমাবেশে এমন তথ্য দিয়েছেন প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা। তারা বলেন, কম খরচে ডেইরি খামারে উৎপাদন বাড়াতে কোরিয়ান পাকচং ঘাষের বিকল্প নেই। এ ঘাষ গরুর জন্য খুবই স্বাস্থ্যকর। রবিবার বেলা ৩টায় উপজেলার ৪০জন খামারীকে আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে এ ঘাষের কাটিং সরবরাহ করা হয়।

খামারী সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু। সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. লুৎফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রেসকাব সভাপতি মো. জামাল শরীফ।

সমাবেশে পাকচং ঘাষ লাগানোর নিয়ম, উপকারিতা ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ আল মামুন ও ভেটেরিনারি সার্জন জিএম আব্দুল কুদ্দুস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত