বেতাগা ইউনিয়নপরিষদে পারস্পরিক শিখন

ফকিরহাটে কর্মশালা অনুষ্ঠিত

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৮:৩৬ পিএম, শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮ | ৭০৬

ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ডুমুরিয়ার শোভনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সচিব ও সকল জনপ্রতিনিধিদের সমন্বয়ে পারস্পরিক শিখন কর্মশালা শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। এসডিজি ও এমডিজি বাস্তাবায়নে দেশের সেরা ইউনিয়ন পরিষদ হিসাবে বেতাগা ইউনিয়ন পরিষদ একাধিক পুরস্কারে ভুষিত হওয়ায় তারা এই ইউনিয়ন পরিষদ পরির্দশন করেন। এর আগে সকলের সমন্বয়ে আলোচনা সভায় তারা মিলিত হন।

স্বশাসিত ইউনিয়ন পরিষদ এ্যাডভোকেসি গ্রুপ অব বাংলাদেশ এর প্রেসিডেন্ট ও বেতাগা ইউপি চেয়ারম্যান স্বপন দাশ এর সভাপতিত্বে এবং প্যানেল চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শোভনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৌদ্ধ, ইউপি সচিব এইচ এম বাবলুর রহমান, আ.লীগ নেতা সরদার শফিউল্লাহ, মোঃ ওহিদুজ্জামান লিপু, বেতাগা উচ্চশিক্ষা সহায়তা ও সম্প্রসারন প্রকল্পের সদস্য সচিব আলহাজ ¡মোঃ নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নিখিল চন্দ্র দাশ, শিক্ষাবিদ দুলাল চন্দ্র দাশ, ইউনিয়ন পরিষদের সিআইজি ফোরামের সদস্য সচিব মোঃ নাজমুল হুদা সহ ১৪টি স্ট্যাডিং কমিটির সভাপতি স্থানীয় সংবাদকর্মি ও সুশিল সমাজের বিভিন্ন নেতৃবৃন্দ। শেষে নির্বাচিত এই জনপ্রতিনিধিরা মডেল বেতাগা ইউয়িন পরিষদের অর্জন সম্পর্কে ব্যাপক ধারনা গ্রহন করে সন্তোষ প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত