সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

মোংলা বন্দরে পণ্য খালাস-বোঝাই ব্যাহত

মোংলা সংবাদদাতা

আপডেট : ১২:৩৪ পিএম, শুক্রবার, ২০ অক্টোবর ২০১৭ | ৯৯৮

নিম্নচাপ

বঙ্গোপসাগরে নিম্নচাপের ফলে মংলা বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস। নিন্মচাপ আর দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মংলা বন্দরে অবস্থানরত দেশী-বিদেশী বানিজ্যিক জাহাজে পণ্য খালাস-বোঝাই কাজ ব্যাহত হচ্ছে। বন্ধ রয়েছে খাদ্যবাহী জাহাজের পন্য বোঝাই খালাশ কাজ। শুক্রবার সকাল থেকে টানা বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপ।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, বাংলাদেশের দণি-পশ্চিমাঞ্চলে অবস্থানরত সাগরে নিম্নচাপটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়েছে। এটি আরো উত্তর দিকে অগ্রসর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। নিম্নচাপের প্রভাবে মংলা বন্দরসহ আশপাশের উপকূলের ওপর দিয়ে বৃহস্পতিবার রাত থেকে প্রচন্ড ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে এবং বৃষ্টিপাত হচ্ছে, যা আজ শুক্রবারও অব্যাহত আছে।

মংলা বন্দর কর্তৃপরে পরিচালক ট্রাফিক গোলাম মোস্তাফা বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মংলা বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। তাই বর্তমানে বন্দরে চাল, কিংকার, গ্যাস, কন্টেইনারবাহী মোট ১২টি জাহাজ রয়েছে। ঝড়-বৃষ্টির কারণে এসব জাহাজের পণ্য ওঠানো ও নামানো (খালস-বোঝাই) ব্যাহত হচ্ছে, বন্ধ রাখা হয়েছে খাদ্যবাহী ৪টি জাহাজের পন্য বোঝাই খালাশ কাজ।

তিন নম্বর সংকেতের কারনে সাগর উত্তাল রয়েছে। মাছ ধরার জেলেদের নিরাপদে আশ্রয়ের জন্য বলা হয়েছে। প্রচন্ড ঝড়ো বাতাসের কারণে সাগরে অবস্থানরত ছয় শতাধিক মাছ ধরার ট্রলার নিরাপদে সুন্দরবনের দুবলার চর সংলগ্ন বিভিন্ন ছোট-ছোট খালে আশ্রয় নিয়েছে বলে বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানায় পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা সহকারী বন সংরক্ষক মোঃ মেহেদ্দীজ্জামান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত