সুন্দরবনে মুক্তিপণের দাবিতে দুই জেলে অপহরণ

মহিদুল ইসলাম, শরণখোলা

আপডেট : ০৩:৪৬ পিএম, রোববার, ৭ অক্টোবর ২০১৮ | ১৩৪৫

শরণখোলার দুই জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করেছে বনদস্যু ছত্তার বাহিনী। সুন্দরবন থেকে মাছ ধরে শনিবার সন্ধ্যায় ফিরে আসার সময় বনের শিয়ালা এলাকা থেকে তাঁদেরকে অপহরণ করা হয়।


অপহৃত জেলেরা হলেন, উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের হারুন বয়াতীর ছেলে মিজান বয়াতী (২৫) ও লুৎফর তালুকদারের ছেলে সুজন তালুকদার (২০)। ওই দুই জেলের মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা দাবি করেছে বনদস্যুরা।


ফিরে আসা জেলে ও স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা নাম প্রকাশ না করার শর্তে রবিবার দুপুর ১টার দিকে জানান, এক সপ্তাহ আগে ছয় জেলে পূর্ব সুন্দরবনের চাঁদপাই স্টেশন থেকে পারমিট (অনুমোতি) নিয়ে মাছ ধরতে যান। মৎস্য আহরণের নিষেধাজ্ঞার শেষ দিন বাড়ি ফেরার সময় সন্ধ্যা ৬টার দিকে দস্যুরা ছয় জেলের মধ্য থেকে দুজনকে অপহরণ করে নিয়ে যায়।


কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার অপারেশন কর্মকর্তা লে. আব্দুল্লাহ আল মাহমুদ বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, বিষয়টি খোঁজ নিয়ে জেলেদের উদ্ধারে অভিযান চালানো হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত