নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৬:৩৮ পিএম, রোববার, ১৪ অক্টোবর ২০১৮ | ৫০৬

নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রবিবার বিকেলে শহরের মল্লিক বাড়ি মোড়স্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে আলীয়া মাদ্রাসা মোড়ে এসে সমাবেশে মিলিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাগেরহাট জেলা সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা সেক্রেটারী প্রভাষক মাহমুদুল হাসান, সাবেক সেক্রেটারী শাহজালাল সিরাজী, যুব আন্দোলনের সভাপতি আব্দুল কাইয়ুম, ছাত্র আন্দোলনের সভাপতি এসএম আবু বকর, ছাত্রনেতা আল আমিন, মাহবুব হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস ও মাদকমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। নিরপেক্ষ ও গ্রহনযোগ্য সরকারের মাধ্যমে নির্বাচন পরিচালনা করতে হবে। নির্বাচনের সময় প্রয়োজনীয় সেনাবাহিনী নিয়োগ করতে হবে। বিগত নির্বাচনে বিনা ভোটে ১৫৪ জন সংসদ সদস্য নির্বাচিত হয়ে দেশের ভাবমুর্তি ক্ষুন্ন করেছে। আমরা আর দেশের ভাবমুর্তি ক্ষুন্ন হতে দিব না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত