বাগেরহাটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ সড়ক দিবস পালিত

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৪:৫৮ পিএম, সোমবার, ২২ অক্টোবর ২০১৮ | ৫৩৪

বাগেরহাটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৮ পালিত হয়েছে। সোমবার সকালে বাগেরহাট সদর উপজেলার বিএসসি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা র‌্যালী ও মানববন্ধন কর্মসূচি পালন করে। বিদ্যালয়ের সামনে মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা অংশগ্রহন করে। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝিমি মন্ডল, সহকারি প্রধান শিক্ষক বিশ্বাস পরিতোষ কুমার, সহকারি শিক্ষক আবু জাফর শেখ, শিক্ষার্থী ঋতু, শিউলি, তৃষাপাল প্রমুখ।


বক্তারা বলেন, সড়কে মৃত্যু নয়। শান্তির সড়ক চাই। এ লক্ষে সকলকে সড়ক আইন মেনে চলার পরামর্শ দেয়া হয়। এছাড়া, দশানি বালিকা বিদ্যালয়, বাগেরহাট সরকারি স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মানববন্ধন, র‌্যালী, সমাবেশসহ নানা কর্মসূচি পালন করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত