ড্রেনের সুরঙ্গ পথে আটকে পড়া একটি গাভী নিয়ে হুলুস্থুল কান্ড

মোংলায় ফায়ার সার্ভিসের ৬ ঘন্টার প্রচেষ্টায় গাভী উদ্ধার

মোংলা প্রতিনিধি

আপডেট : ০৯:৩৬ পিএম, সোমবার, ২২ অক্টোবর ২০১৮ | ১৭০৪

রাস্তার ড্রেনের সুরঙ্গ পথে আটকে পড়া একটি গাভী নিয়ে হুলুস্থুল কান্ড ঘটেছে মোংলা পৌর শহরে শেখ আব্দুল হাই সড়কে। টানা ৬ ঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার করে গর্ভবতী ওই গাভীটিকে। আর এ গাভীটির উদ্ধার তৎপরতায় সকাল থেকে শেষ পর্যন্ত পথচারি সহ উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো।


জেলার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোঃ মাসুদ সরদার ও উপস্থিত পথচারিরা বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, মোংলা নদী সংলগ্ন ঠাকুরানী খালের চরায় খাদ্যের সন্ধানে যাওয়া একটি গাভী মোংলা পৌর শহরের গভীর ড্রেনের সুরঙ্গ পথে ঢুকে পড়ে। এর পর ওই গাভীটি বেরিয়ে আসতে না পেরে ঢাকনাযুক্ত অন্ধকার ড্রেনে হেটে হারিয়ে যায়।

এ খবর পেয়ে গাভীটিকে উদ্ধার তৎপরতা শুরু করে গরুটির মালিক। দীর্ঘক্ষন খুজে না পেয়ে মোংলা ফায়ার সার্ভিসের অফিসে খবর দেয় চাঁন মিয়া (৪০) নামে এক ব্যক্তি। তিনি বলেন, তার একটি গরু পৌরসভার ১নং জেটির ঠাকুরানীর খাল এলাকা থেকে ড্রেনে ঢুকে পড়েছে। এ খবরেই ফায়ার সার্ভিসের প্রধমে ১টি ইউনিট গরুটি উদ্ধারে অভিযানে শুরু করেন। কিছুক্ষন চেষ্টার পর আরো একটি ইউনিট মোট ২টি ইউনিটের ১০ জন সদস্য উদ্ধার কাজ শুরু করে।

পরে বাগেরহাট থেকে আসা জেলার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোঃ মাসুদ সরদার আরো একটি ইউনিট নিয়ে এদের সাথে যোগ দেয় এবং ৬ ঘন্টা চেষ্টার পর বিকাল সোয়া ৩টায় গরুটি জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধার কাজে সহায়তাকারী পথচারী মোঃ হাফিঁজুর রহমান বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, সকাল সোয়া ৯টার দিকে চানঁ মিয়া নামের এক ব্যাক্তি তার একটি গাভী(গরু) খোজ করতে ছিল। স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারে ওই গরুটি রাস্তার ড্রেনের সুরঙ্গ পথে আটকে পড়ে পিছনের দিকে আসতে না পেরে সামনের দিকে হেটে যাচ্ছে। পরে মোঃ সেকান্দার আলী, আলতাপ হোসেনকে সাথে নিয়ে উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের সহায়তায় নেমে পড়ে। প্রায় দীর্ঘ ২ কিলোমিটার ড্রেনের সুরঙ্গ পথে হেটে গিয়ে গরুটি দেখতে পায় তারা।

গরুর মালিক চানঁমিয়া বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানায়, সোমবার সকালেই বাজারের কশাই ইউসুফের নিকট থেকে ২৮ হাজায় টাকা কেনা হয়েছিল। সকালে ঘর থেকে ছুটে ঠাকুরানী খালের চরায় খাদ্যের সন্ধানে যাওয়া গাভীটি মোংলা পৌর শহরের গভীর ড্রেনের সুরঙ্গ পথে ঢুকে পড়ে। বিকাল পৌনে ৩ টায় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে গাভীটিকে ড্রেনের স্লাব ভেঙ্গে জীবিত অবস্থায় উদ্ধার করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত