বাগেরহাটে কারিগরি শিক্ষা বিষয়ক গনশুনানী

স্টাফ রির্পোটার

আপডেট : ১০:২৮ পিএম, বুধবার, ৭ নভেম্বর ২০১৮ | ১০৭৯

বাগেহাটে কারিগরি শিক্ষা বিষয় গন-শুনানী অনুষ্ঠিত হয়েছে। বুধার সকালে বাঁধন মানব উন্নয়ন সংস্থার অয়োজনে শহরের রেষ্টুরেন্ট ধানসিড়ির সম্মেলন কক্ষে এই গন শুনানী অনুষ্টিত হয়। একশন এইড এর আর্থিক সহয়তায় অনুষ্ঠিত এ গন শুনানিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ জহিরুল ইসলাম।

নাগরিক ফোরামের আহবায়ক মুখার্জি রবীন্দ্রনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান খান মুজিবর রহমান, কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান শেখ বসিরুল ইসলাম, ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আখতারুজ্জামান বাচ্চু, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোস্তাক উদ্দিন, বাগেরহাট প্রেসকাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সহ-সভাপতি নিহার রঞ্জন সাহা, সহকারী শিক্ষা কর্মকর্তা অসীম কুমার দাস, একশন এইড এর ডেপুটি ম্যানেজার সৈয়দ আমিন আল আনাস, বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুর হাসান মিলন প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে ইয়ূথ গ্রুপের সদস্য, নাগরিক ফোরামের সদস্সহ জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বাঁধনের নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান মিলন এর সঞ্চালনায় অনুষ্ঠানে কারিগরি শিক্ষায় যুব নেতৃত্ব বিকাশ ও দেশের উন্নয়ন ঘটানো সম্ভব বলে মত প্রকাশ করা হয়। অনুষ্ঠানে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষন প্রাপ্ত যুবকদের সুবিধা অসুবিধা নানা দিক তুলে ধরে উম্মক্ত মতবিনিময় করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত