”পুলিশ জনতা,জনতাই পুলিশ” এই শ্লোগানকে সামনে রেখে

কচুয়ায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

কচুয়া সংবাদদাতা

আপডেট : ১১:০১ এএম, শনিবার, ২৮ অক্টোবর ২০১৭ | ৬৪৪

কমিউনিটি পুলিশিং ডে আলোচনা সভা

”পুলিশ জনতা,জনতাই পুলিশ” এই শ্লোগানকে সামনে রেখে কচুয়ায় পালিত হলো কমিউনিটি পুলিশিং ডে-২০১৭। কচুয়া থানার সহযোগীতায়, কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আয়োজনে শনিবার সকালে একটি র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

র‌্যালি শেষে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস.এম. মাহফুজুর রহমান।


সদর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাজরা ওবায়দুর রেজা সেলিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাপস কুমার দাস, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের আহবায়ক শেখ মনিরুজ্জামান ঝুমুর, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গোপালপুর ইউপি চেয়ারম্যান শিকদার আবু বক্কর সিদ্দিক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ।

সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাজরা জাহিদুল ইাসলাম মন্নু,উপাধ্যক্ষ নাজমুল হুদা মিঞা, ইউপি চেয়ারম্যান তাসলিমা বেগম, মোঃ মকবুল হোসেন, পংকজ অধিকারী, নকীব ফয়সাল অহিদ। এতে বক্তৃতা করেন এ্যাড.দিলিপ কুমার মল্লিক,নিমাই চন্দ্র দাস, হাফেজ মোঃ নাহিদ হাসান প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত