বাগেরহাট-৩ আসনে

৯৬ টি কেন্দ্রের মধ্যে ঝুকিপূর্ণ ৬২ টি কেন্দ্র

রামপাল প্রতিনিধি

আপডেট : ০৬:২৩ পিএম, শুক্রবার, ২৮ ডিসেম্বর ২০১৮ | ৮০০

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে ২ লাখ ২৬ হাজার ২২৭ জন ভোটার রবিরার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ আসনে রামপাল উপজেলার ১০টি ইউনিয়নে ১ ল ২২ হাজার ৪০ জন ভোটারের মধ্যে ৬০ জাহার ৬৪২ জন পুরুষ ও ৬১ হাজার ৩৯৮ জন মহিলা ভোটার ভোট প্রয়োগ করবেন।

এই উপজেলায় মোট ৪৮টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলোর মধ্যে ৪১টি ঝুকিপূর্ণ কেন্দ্র হিসাবে চিহ্নিত করা হয়েছে। অন্য ৭টি কেন্দ্রকে সাধারণ হিসাবে দেখানো হয়েছে। মোংলায় ৬টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৭৩ হাজার ৭০৬ জন। এর মধ্যে ৩৬ হাজার ৪৪৬ জন পুরুষ ও ৩৭ হাজার ২৬০ জন মহিলা ভোটার এবং মোংলা পৌর সভায় ৩০ হাজার ২০৭ জন ভোটারের মধ্যে ১৬ হাজার ১৫০ জন পুরুষ ও ১৪ হাজার ৩৩৫ জন মহিলা ভোট প্রদান করবেন। ওই উপজেলার ৪৮ কেন্দ্রের মধ্যে ২১ টি ঝুকিপূর্ণ ও ২৭ টি সাধারণ কেন্দ্র হিসাবে চিহ্নিত করে আইনশৃঙ্খলা রাকারী বাহিনী নিয়োগ করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত