মোরেলগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের উল্লাস

এম.পলাশ শরীফ,মোরেলগঞ্জ

আপডেট : ০৭:০০ পিএম, রোববার, ৩০ ডিসেম্বর ২০১৮ | ১৮২৭

মোরেলগঞ্জে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রোববার সকাল থেকেই এ উপজেলায় ১১০টি ভোট কেন্দ্রে ভোটাররা নিজ নিজ কেন্দ্রে তাদের ভোট প্রয়োগ করে। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূন পরিবেশে বিকেল ৪টায় ভোট গ্রহন শেষ হয়। শেষ মুহুতে ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ারমত। সকাল থেকেই আইনশৃংখা বাহিনী টহলরত অবস্থায় মাঠে থাকেন। এ আসনে ভোটার সংখ্যা রয়েছে ৩ লাখ ৫শ ২৩ এর মধ্যে মোরেলগঞ্জে পুরুষ ভোটার ১ লাখ ৭ হাজার ৯শ ৬২, নারী ভোটার ১ লাখ ৭ হাজার ৫শ’ ৮৭।

শরণখোলায় পুরুষ ভোটার ৪২ হাজার ৩৩৬, নারী ভোটার ৪২ হাজার ৬৩৬, মোট কেন্দ্র -১৪৩টি। বুথ রয়েছে ৬২৭টি, রোববার দুপুরে সরজমিনে উপজেলার জিউধরায় ইউনিয়নের ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬৭নং ভোট কেন্দ্রে সাড়ে ৩টায় দেখা গেছে ভোটারদের লম্বা দীর্ঘ লাইন। এ কেন্দ্রটিতে মোট ভোটার রয়েছে ১৫শ’ ৪৮ জন, ওই সময় পর্যন্ত কাষ্ট হয়েছে প্রায় ১৩শ’ ভোট।

এ সময় উপস্থিতি নেতাকর্মীদের মধ্যে উৎসুখ উল্লাস লক্ষ্য করা গেছে। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, এ ইউনিয়নের বরাবারই ভোটাররা ৯০ভাগ ভোট প্রদান করে। উপস্থিতি থাকে বেশী। এবারেও মানুষ ভোট কেন্দ্রে তাদের ভোট প্রদান করেছেন। সাধারণ ভোটাররা ২০০১ সালের জোট সরকারের নির্যাতনের প্রতিফলন ঘটিয়েছে নৌকা প্রতিকে ভোট দিয়ে। নেতাকর্মীরা আওয়ামী লীগের বিজয়ে শতভাগ আশাবাদি। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী চেয়ারম্যানের সাথে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত