শেখ হেলাল ভোট দিলেন এস এম সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে

চিতলমারীতে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ, বিপুল ভোটে এগিয়ে নৌকা

এস এস সাগর, চিতলমারী

আপডেট : ০৮:৪২ পিএম, রোববার, ৩০ ডিসেম্বর ২০১৮ | ৮৭১

চিতলমারীতে শান্তিপূর্ণ ভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। রোববার সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে প্রধান মন্ত্রী শেখ হাসিনার চাচাত ভাই ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন চিতলমারী এস এম সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।

চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রির্টানিং অফিসার মোঃ আবুসাঈদ বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, এ উপজেলার ৭ টি ইউনিয়নে ২৯ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন হয়। এখানে ভোটার সংখ্যা এক লাখ এক হাজার ৩৪৪ জন। তারমধ্যে ৯১ হাজার ১৪৭ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। এরমধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকে শেখ হেলাল উদ্দীন পেয়েছেন ৯০ হাজার ১৭১ ভোট, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন হাতপাখা মার্কায় মোঃ লিয়াকত আলী পেয়েছেন ৫১১ ভোট, বিএনপি ধানের শীষ মার্কায় শেখ মাছুদ রানা পেয়েছেন ৪৩২ ভোট ও হারিকেন মার্কায় মোঃ শামছুল ইসলাম পেয়েছেন ৩৩ ভোট। এ উপজেলায় বিপুল ভোটে নৌকা প্রতীক এগিয়ে রয়েছে।

ভোট দিতে এসে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, ভোটাররা উৎসব মূখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। জয়ের ব্যাপারে আওয়ামী লীগ শতভাগ আশাবাদী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত