মোরেলগঞ্জে ৭৩ হাজার শিক্ষার্থীর মাঝে বই বিতরণ চলছে

মোরেলগঞ্জ প্রতিনিধি

আপডেট : ০৩:৫৬ পিএম, মঙ্গলবার, ১ জানুয়ারী ২০১৯ | ৬৫৩

মোরেলগঞ্জে উৎসবের সাথে চলছে নতুন বছরের নতুন পাঠ্য বই বিতরণ। গোটা উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ৪শ’ ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৭৩ হাজার ছাত্রছাত্রীর মাঝে বই বিতরণ চলছে। মঙ্গলবার বেলা ১০টায় উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান পর্যাযক্রমে মড়েল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি বালিকা বিদ্যালয়, এসিলাহা উচ্চ বিদ্যালয় ও লতিফিয়া ফাজিল মাদ্রাসায় আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন।


উপজেলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান আজমীন নাহার, শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, প্রধান শিক্ষক ফেরোজা বেগম, মমতাজ বেগম, আব্দুল মালেক ও মাদ্রাসা অধ্যক্ষ ড. মো. রুহুল আমীনসহ অনেকে উপস্থিত ছিলেন।

২০১৯ সালের প্রথম দিনের এই বই উৎসবে মোরেলগঞ্জ উপজেলায় ৭৩ হাজার ছাত্রছাত্রীর হাতে বই তুলে দেওয়া হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত