সুন্দরবনের জোংড়া হতে এক নারী উদ্ধার

মোংলা সংবাদদাতা

আপডেট : ১০:৫৮ পিএম, সোমবার, ৩০ অক্টোবর ২০১৭ | ১১১৫

রাশিদা

সুন্দরবনের জোংড়া ফরেষ্ট অফিস সংলগ্ন এলাকা হতে সোমবার সন্ধ্যায় জেলেদের তথ্যের ভিত্তিতে ৩৫ উর্ধো এক নারীকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করেছে মোংলা কোস্ট গার্ড। কোস্ট গার্ডের অপারেশন অফিসার লেঃ মাহমুদ এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

সুন্দরবনের জেলে মোঃ ফারুক বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, সোমবার সকালের দিকে মাছ ধরতে যাওয়ার সময় জোংড়া ফরেষ্ট অফিস সংলগ্ন এলাকায় একটি বস্তা দেখতে পান। তবে বিকেলে ফেরার সময় বস্তার মধ্যে মানুষের অস্তিত্ব টের পেয়ে জয়মনি এলাকায় এসে জনপ্রতিনিধিদের সাথে নিয়ে কোস্ট গার্ডের মাধ্যমে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নারী তার নাম রাশিদা এবং বাড়ী মধুখালি এটুকুই বলতে পারছেন। তাকে রাতে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডাঃ রাফি বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন উদ্ধারকৃত নারীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বাগেরহাটে প্রেরণ করা হচ্ছে। তবে তিনি আশংকামুক্ত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত