মহিদুল ইসলাম সভাপতি আকরাম হোসেন সাধারন সম্পাদক

কচুয়ার বাধাল ইউনিয়ন তাঁতীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

কচুয়া সংবাদদাতা

আপডেট : ০৯:০৯ পিএম, সোমবার, ৩০ অক্টোবর ২০১৭ | ৯৯৭

বাধাল ইউনিয়ন তাঁতীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নে বাংলাদেশ তাঁতীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে শাখারীকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাধাল ইউনিয়ন তাঁতীলীগের আহবায়ক শেখ মহিদুল ইসলামের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন কচুয়া উপজেলা তাঁতীলীগের আহবায়ক শেখ সিরাজুল ইসলাম।

প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. মীর শওকাত আলী বাদশা। প্রধান বক্তা ছিলেন বাগেরহাট জেলা তাঁতীলীগের সভাপতি, বাগেরহাট প্রেসকাবের সাধারন সম্পাদক, জেলা বাস মালিক সমিতির সাধারন সম্পাদক ও বাগেরহাট পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল বাকী। এতে অন্যান্যেও মধ্যে বক্তব্যদেন কচুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজরা দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক শিকদার আবুবক্কর সিদ্দিক, উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ।

বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহবায়ক শেখ শুকুর আহম্মেদ, জেলা তাঁতীলীগের সাংগঠনিক সম্পাদক আবু হেনা, বাধাল ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক সরদার দেলোয়ার হোসেন, বাগেরহাট জেলা তাঁতীলীগের সদস্য সচিব রফিকুল ইসলাম মুকুল, উপজেলা যুবলীগের সদস্য মীর আওসাফুর রহমান মারুফ, উপজেলা তাঁতীলীগের যুগ্ম-আহবায়ক মোঃ মিলন ফকির, উপজেলা তাঁতীলীগের সদস্য সচিব এস,কে শিমুল, মুক্তিযোদ্বা বাবু নিমাই চন্দ্র দাস, মুক্তিযোদ্বা কোতোয়াল আলতাফ হোসেন প্রমূখ।

সম্মেলনে সেখ মহিদুল ইসলাম কে সভাপতি, দিহিদার আকরাম হোসেন কে সাধারন সম্পাদক এবং মোঃ জুয়েল কোটাল কে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষনা করা হয়

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত