ফকিরহাটে ডিজিটাল ক্যাম্পাসের উদ্ভোধন

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৬:৪৯ পিএম, রোববার, ১৩ জানুয়ারী ২০১৯ | ১১৯২

ফকিরহাট উপজেলার পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়ে পূর্নাঙ্গ ডিজিটাল ক্যাম্পাস এর উদ্ভোধন রবিবার সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্বশাসিত ইউনিয়ন পরিষদ এ্যাডভোকেসি গ্রুপ অব বাংলাদেশ এর প্রেসিডেন্ট ও খুলনা বিভাগের শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী স্বপন দাশ, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম ও জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ।

প্রধান শিক্ষক নুর মোহাম্মদ শেখ ও সহকারী শিক্ষক গোপাল চন্দ্র দেবনাথ এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন, শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলহাজ্ব সেখ মোশারেফ হোসেন, ভাইস প্রিন্সিপাল রুমা নন্দী, উপজেলা আ.লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সুবির কুমার মিত্র, সদস্য জীবন কুমার ঘোষ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নিখিল চন্দ্র দাশ, সাধারন সম্পাদক মল্লিক আব্দুর সাত্তার, পিলজংগ ইউনিয়ন আ.লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আলহাজ্ব শাজাহান আলী, সাধারন সম্পাদক জাকির হোসেন টুটুল, পিলজংগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোড়ল সিরাজুল ইসলাম, বেতাগা ইউনিয়ন আ.লীগের সাধারন সস্পাদক মোঃ ইউনুস আলী শেখ, উপজেলা যুবলীগের সদস্য মোঃ জাহিদ মোড়ল, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ আছাবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য দেবাশিষ দাশ ও শিক্ষাবিদ রতন চ্যাটাজী প্রমুখ।

এর আগে ডিজিটাল ক্যাম্পাস এর নিয়মিত হাজিরা সেন্টারের উদ্ভোধন করা হয়। উল্লেখ্য উপজেলার মধ্যে বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বেতাগা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে অনুরুপ ডিজিটাল ক্যাম্পাস এর উদ্ভোধন করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত