বাগেরহাটে বেসরকারী শিক্ষক কর্মচারীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৬:২৮ পিএম, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯ | ১১৬০

বেতনের ১০ ভাগ অবসর সুবিধা বোর্ড ও কল্যান ট্রাস্ট এর জন্য কর্তনের আদেশের প্রতিবাদে বাগেরহাটে বেসরকারী শিক্ষক কর্মচারীরা মানববন্ধন কর্মসূচী পালন করেছে। বৃহস্পতিবার সকালে বাগেরহাট সদর উপজেলা শিক্ষক সমিতির ব্যানারে উপজেলা পরিষদ চত্তরে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।

মানববন্ধনে অন্যান্যেও মধ্যে বক্তব্য দেন সংগঠনের জেলা কমিটির সাধারন সম্পাদক মুকুন্দ কুমার দাস, সদর উপজেলা শাখার সভাপতি শেখ হুমায়ুন কবির, সাধারন সম্পাদক হরিচাদ বিশ্বাস, শিক্ষক নেতা তামজিত হোসেন, শেখ ইলিয়াস হোসেন, সুশীল কুমার বিশ্বাস, ঝিমি মন্ডল, শহীদুল আলম, শেখ শামীম হোসেন,অরুণ কুমার বিশ্বাস, সুমন কৃষ্ণ দাস, জয়দেব দাস প্রমুখ।


বক্তারা বলেন, গত ১৫ এপ্রিল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত ৪%সহ মোট ১০% কর্তনের জন্য মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরকে লিখিত আদেশ প্রদান করেন। এই আদেশের ফলে সারা দেশের শিক্ষক-কর্মচারীগন অত্যন্ত মর্মাহত ও ক্ষুদ্ধ হয়েছে।

পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল্লুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত