ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ জনের পরিচয় মিলেছে

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৮:৪১ পিএম, বুধবার, ২৩ জানুয়ারী ২০১৯ | ১০৬০

ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের কলমের দোকান নামক স্থানে মঙ্গলবার দুপুরে দুরপাল্লার যাত্রীবাহী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ও ডাম্পার ট্রাকের মুখোমুখী সংঘর্ষে নিহত ৪জনের পরিচয় মিলেছে। নিহতরা হলেন পরিবহনের যাত্রী মোল্লাহাট উপজেলার ভৌরবনগর গ্রামের মূতঃ পরেশ পোদ্দার এর পুত্র বিপিন পোদ্দার (৬১), অপর যাত্রী খুলনা খানজাহান আলী থানার আটরা এলাকার মূতঃ আকরাম খান এর পুত্র বোরহান উদ্দিন খান (১৮), ডাম্পার ট্রাকের চালক ও সাতক্ষীরা জেলার কামাল নগর এলাকার আবুল খয়েরের পুত্র কামরুল ইসলাম (৩৬) ও পরিবহনের হেলফার সাতক্ষীরা এলাকার শামসুজ্জামানের পুত্র কামরুজ্জামান (৩২)। এদের মধ্যে উপরোক্ত ৩জন ঘটনা স্থলে এবং অপরজন খুমেকে চিকিৎসাধীন অবস্থায় বিকালে মূত্যু বরন করেন।

এঘটনার ২৪ ঘন্টা অতিবাহিত হলেও নিহতদের কেউ বুধবার বিকাল ৪টায় পর্যন্ত থানায় মামলা দায়ের করেনি । তবে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবেন বলে বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানিয়েছেন কাটাখালী হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ এসআই মলয়েন্দু নাথ রায়। উল্লেখ্য গত মঙ্গলবার দুপুর ১২-২০মিনিটে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ও ডাম্পার ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ৪জন নিহত ও ৩০জন আহত হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত