মোল্লাহাটে আগুনে ভষ্মিভূত ঘর করতে ইসলামী ব্যাংকের সহযোগীতা

মোল্লাহাট প্রতিনিধি

আপডেট : ০৮:৩২ পিএম, সোমবার, ২৮ জানুয়ারী ২০১৯ | ৫২২

মোল্লাহাটে আগুনে পুড়ে একটি ভূমিহীন পরিবারের বসত-বাড়ীসহ সর্বস্ব ভষ্মিভূত হওয়ার ঘটনায় অসহায় ওই পরিবারটিকে ঘর তৈরীর জন্য দুইভান ঢেউটিন, শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী প্রদান করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। আগুনে পুড়ে সর্বস্ব ভষ্মিভূত হওয়ায় পরিবারটির চরম মানবেতর অবস্থায় বাগেরহাট টুয়েন্টি ফোরে প্রকাশিত হওয়ার পর বিষয়টি নজরে পড়ায় উক্ত ব্যাংকসহ বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠান এ সহযোগীতা করেন। এছাড়া ঘটনার দিন সন্ধায় উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাঈদ মোমেন মজুমদার পরিবারটিকে কম্বল প্রদান করেন এবং প্রয়োজনীয় সহযোগীতার আশ্বাস দেন।

সোমবার দুপুর ১২টায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ গাংনী বাজার কেন্দ্রের সার্বিক আয়োজনে এ সহযোগীতা প্রদানকালে উপস্থিত ছিলেন উক্ত কেন্দ্র ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, প্রচার সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন ও সমাজসেবক মোঃ ইমরান আলী প্রমূখ।

উল্লেখ্য, উপজেলার নগরকান্দি গ্রামে ওয়াপদা সড়কের পাশে পাউবো’র জায়গায় বসবাসকারী ভূমিহীন মোঃ কামরুল বিশ্বাসের বাড়ী রবিবার সকাল ১১টায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবারটির (সর্বস্ব) প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত