মোরেলগঞ্জে শেষ হল দু’দিনব্যাপী বিজ্ঞান মেলা

মোরেলগঞ্জ প্রতিনিধি

আপডেট : ০৮:২৯ পিএম, সোমবার, ২৮ জানুয়ারী ২০১৯ | ৫৫০

মোরেলগঞ্জে শেষ হয়েছে দু’দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহ। সরকারি বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত এ মেলায় ১৪টি মাধ্যমিক বিদ্যালয়, ৪টি মহাবিদ্যালয় ও ২টি বিশেষ গ্রুপ অংশ গ্রহন করে।



সোমবার বিকেলে সমাপনি অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান মেলা পরিদর্শন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।



মেলা কমিটির সদস্য সচিব মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নান, জেলা পরিষদ সদস্য আফরোজা আক্তার লিনা, ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, অধ্যক্ষ মো. এমাদুল হক, প্রধান শিক্ষক মমতাজ বেগম ও সেমিনার উপকমিটির আহ্বায়ক অধ্যাপক জাকির হোসেনসহ অংশগ্রহনকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিতছিলেন।



এবারের মেলায় বিজ্ঞান প্রোজেক্টের জুনিয়র গ্রুপে সরকারি বালিকা বিদ্যালয়ের আয়শা সিদ্দিকা লামিয়া প্রথম হয়েছেন। নিজস্ব চিন্তার মধ্য দিয়ে হার্টবিট ও প্রেসার মাপার যন্ত্র তৈরী করেছেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত