উপজেলা পরিষদ নির্বাচন

মোরেলগঞ্জে চার জন চাইছেন নৌকা

মশিউর রহমান মাসুম, মোরেলগঞ্জ

আপডেট : ০৭:১৭ পিএম, শুক্রবার, ১ ফেব্রুয়ারী ২০১৯ | ৯৯৭

আসছে উপজেলা পরিষদ নিরর্বাচনে বাগেরহাটের মোরেলগঞ্জ উপাজেলা পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় নমিনেশন চাইছেন ৪জন। মনোনয়ন প্রত্যাশীরা দলীয় সমর্থন ও নমিনেশনের আশায় উচ্চ পর্যায়ে দৌড়ঝাঁপ শুরু করছেন। চলছে নির্বাচনী আয়োজন। তবে, এসব আয়োজন শুধু আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যেই দেখা যাচ্ছে। অন্য কোন দলের নেতাকর্মীরা এখনো এ নির্বাচনে অংশ গ্রহন সম্পর্কীত আলোচনায় জড়াননি। কারো নামও প্রকাশ পায়নি।

৫ম এই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় নমিনেশন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, উপজেলা আ. লীগের সহ-সভাপতি মো. লিয়াকত আলী খান, আ.লীগ কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক মিজনুর রহমান জনি ও রামচন্দ্রপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান বাবুল।

বৃহস্পতিবার অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের বর্ধীত সভায় এ চার জন দলীয় নমিনেশন দাবি করেন। উপজেলা আ. লীগের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, বর্ধীত সভায় দলীয় নমিনেশন প্রত্যাশী ৪ জনের নাম পাওয়া গেছে। নিয়ম অনুযায়ী এদের নাম কেন্দ্রে পাঠানো হবে। কেন্দ্রীয় বাছাই বোর্ড প্রার্থী চুড়ান্ত করবে।

এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, উপজেলা যুবলীগের আহ্বায়ক মোজাম্মেল হক মোজাম, সাবেক ভাইস চেয়ারম্যান এনামুল হক রিপন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আলমগীর হোসেন বাদশা ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ইলিয়াস হোসেন দুলাল।

এদিকে মিজানুর রহমন জনিকে চেয়ারম্যান পদে নমিনেশন দেওয়ার জন্য শুক্রবার পৃথক পৃথক সভা করে কেন্দ্রীয় বাছাই বোর্ডের নিকট লিখিত আবেদন করেছেন উপজেলা কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, যুবলীগ ও তাতী লীগের নেতৃবৃন্দ।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আজমীন নাহার ও বর্তমান ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল প্রতিদ্বন্দ্বীতা করবেন বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত