পোল্ট্রি ফার্মের গোডাউনে

ফকিরহাটে ভয়াবহ অগ্নিকান্ডে ১৫লক্ষ টাকার ক্ষতি

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৮:৩৫ পিএম, শনিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৯ | ৬০৬

ফকিরহাটে খানজাহান আলী ট্রেডার্স এর গোডাউনে আকস্মিক অগ্নিকান্ডে পোল্ট্রি ফার্মের বিপুল পরিমানে মালামাল পুড়ে সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। এতে প্রায় ১৫লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে। শুক্রবার গভীর রাতে লখপুর ইউনিয়নের জাড়িয়া বারুইডাঙ্গা এলাকার মোঃ সোহরাব হোসেন এর গোডাউনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা দুঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনলেও সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে তিনি পথে বসার উপক্রম হয়েছেন।


প্রত্যাক্ষদর্শী ও ভুক্তভোগী সোহরাব হোসেন বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, ওইদিন রাতে তার জাড়িয়া বারুইডাঙ্গাস্থ নিজ পোল্ট্রি খামারের গোডাউনে আকস্মিক অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সে সময় তিনি ফার্মে ছিলেন না। আগুনের তীব্রতা দেখে স্থানীয়রা ছুটে এসে পানি দিয়ে নেভানোর চেষ্টা চালালেও কোন মালামাল রক্ষা করতে পারেনি। এতে প্রায় সাড়ে তিন লাখ টাকার ১৭৫বস্তা পোল্ট্রি খাবার, দুই লাখ টাকার মেডিসিন, নগত তিন লাখ টাকা টিভি ফ্রীজ ও অন্যান্য মালামাল সহ প্রায় ১৫লাখ টাকার মালামাল পুড়ে সম্পূর্ণ ভস্মিভুত হয়।

স্থানীয়রা জানান, আব্দুর রহিম মোড়লের জমি লীজ নিয়ে সোহরাব হোসেন ৫টি বৃহৎপোল্ট্রি ফার্ম গড়ে তোলেন। সেখানে প্রায় ১২হাজারের মত পোল্ট্রি মুরগী বর্তমানে রয়েছে। আগুনে ফার্মের গোডাউন পুড়ে যাওয়ায় তিনি পথে বসার উপক্রম হয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত