উপজেলা পরিষদ নির্বাচন

রামপাল-মোংলার নারী প্রার্থীদের রূপান্তরের ওরিয়েন্টেশন

রামপাল প্রতিনিধি

আপডেট : ০৫:২৭ পিএম, শুক্রবার, ১ মার্চ ২০১৯ | ১০৪২

রামপালে দাতা সংস্থা এসডিসি এর অর্থায়নে, হেলভেটাস এর সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের অধীনে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী নারী প্রার্থীদের সাথে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০ টায় রামপাল সদর ইউপি মিলনায়তনে রামপাল ও মোংলা উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী নারী প্রার্থীদের ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করেন, রামপাল উপজেলার বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যাপিকা ছায়রা বেগম, সালিমা আক্তার উর্মি এবং মোংলা উপজেলার বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার হাই, স্বতন্ত্র প্রার্থী কমলা বেগম, সুমী লীলা।

এ সময় বক্তব্য রাখেন, রামপাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম,এ সবুর রানা, পার্থ প্রতিম ঠাকুর, দীপ্তি রায় প্রমুখ। ওরিয়েন্টেশন পরিচালনা করেন, রূপান্তরের বাগেরহাট জেলা সমন্বয়কারী রিজিয়া পারভীন এবং জেন্ডার ট্রেনিং অফিসার মোর্শেদা খাতুন দিলারা। ওরিয়েন্টেশনে নির্বাচনী ক্যাম্পেইন কৌশল, উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৬, মনোনয়ন ফরম পুরণ, মনোনয়ন পত্র গ্রহণ ও দাখিলের সহায়ক নিয়মাবলী বিষয়ে আলোচনা করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত