বাগেরহাটে হিজরাদের উদ্যোগে পাগল পীরের মাজারে ওরশ

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৮:২২ পিএম, রোববার, ১০ মার্চ ২০১৯ | ৯০৭

বাগেরহাটে হিজরাদের উদ্যোগে হজরত পাগল পীর (রহঃ) এর মাজারে ওরশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে বাগেরহাটের রণবিজয়পুর এলাকায় অবস্থিত মাজারে পীরের অনুসারী ও ভক্তরা এই ওরশে অংশ নেন। এসময় বাগেরহাটে হিজরাদের (তৃতীয় লিংগ) সর্ববৃহৎ সংগঠন “রানী সমিতি”র উদ্যেগে মাজারের গিলাপ পরিবর্তন দোয়া মাহফিল ও তাবারক বিতরণ করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, টুনটুনি হিজরা, রানী হিজরা, লেকমি, বৃষ্টি, সেফালী, শাকিলা, সুচিত্রা, প্রেমা, মৌ, বকুল প্রমুখ। পরে এদিন রাতে রানী সমিতির মাঠে এক মনোজ্ঞ ধর্মীয় গানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকা, খুলনাসহ দেশের বিভিন্ন স্থানের হিজরা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

হজরত পাগল পীর (রহঃ) ছিলেন হজরত খানজাহান আলী (রহঃ) এর একজন অনুসারী। হজরত খানজাহান আলীর মাজার থেকে মাত্র এক কিলোমিটার দুরে তার সমাধি অবস্থিত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত