বঙ্গবন্ধুর ৭মার্চের ভাষণ ইউনেসকো’র বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায়

শরণখোলায় ছাত্রলীগের আনন্দ মিছিল ও পথসভা

শরণখোলা সংবাদদাতা

আপডেট : ০৪:২৩ পিএম, সোমবার, ৬ নভেম্বর ২০১৭ | ৭৮২

শরণখোলায় ছাত্রলীগের আনন্দ মিছিল

স্বাধীনতার মহান স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ জাতিসংঘের শিক্ষা-বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থার (ইউনেসকো) বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় শরণখোলায় আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়।

এদিন সকাল ১১টায় আনন্দ মিছিলটি উপজেলা সদর রায়েন্দা বাজার ও পাঁচরাস্তা বাদল মোড় প্রদক্ষিণ করে শের-এ বাংলা সড়কে আওয়ামী লীগ অফিস চত্বরে এসে পথসভায় মিলিত হয়। ছাত্রলীগের আহবায়ক হাসান মিরের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বাবুল, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মধু, রায়েন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল আহমেদ রুমি, যুবলীগ নেতা সরোয়ার তালুকদার, ডালিম তালুকদার, ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম জীবন, ছাত্রলীগ নেতা জুবেরি আলম লনি, সুমন ঘরামী, ইবরাহিম, জনি তালুকদার, দুলাল সরদার, সাইফুল ইসলাম সাব্বির, রিয়াজ আকন প্রমূখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত