সুন্দরবনের পেশাজীবীদের উদ্দেশ্যে উপমন্ত্রী হাবিবুন নাহার

সুন্দরবন রক্ষায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোগী হতে হবে

মহিদুল ইসলাম, শরণখোলা

আপডেট : ০৩:৪৬ পিএম, সোমবার, ২৫ মার্চ ২০১৯ | ৯৫৭

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বন রক্ষার দায়িত্ব দিয়েছেন। বন শেষ করার জন্য নয়। তাই সুন্দরবনকে সুন্দর রাখতে আমাদের সাবাইকে আরো আন্তরিক হতে হবে। সোমবার দুপুরে বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন সহ-ব্যবস্থাপনা সংগঠনের (সিএমসি) সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী এ কথা বলেন।


তিনি বলেন, সুন্দরবনের ওপর চাপ কমাতে ২৫ কোটি টাকা ব্যয়ে ইকোট্যুরিজম তৈরী করবে। এজন্য পূর্ব সুন্দরবনের আলীবান্দা, আন্ধারমানিক ও পশ্চিম সুন্দরবনের কালাবগী নামক তিনটি স্থান নির্ধারণ করা হয়েছে।


সভায় উপস্থিত সুন্দরবনের ওপর নির্ভরশীল পেশাজীবীদের উদ্দেশ্যে উপমন্ত্রী বলেন, সব সময় সরকারের অনুদানের দিকে তাকিয়ে না থেকে নিজেদেরকেও বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোগী হতে হবে। আমরা দেখেছি একসময় অনেক ধনী পরিবারও ইলিশ মাছ খেতে পরতোনা। সরকার জাটকা নিধন বন্ধ করায় আজ সব শেণিপেশার মানুষ ইলিশের স্বাদ গ্রহন করতে পারছে। তাই বনের প্রতি যদি সবাই যতœবান হই তাহলে বনও আমাদের সুরক্ষা দেবে।


সুন্দরবন সুরক্ষায় নিয়োজিত স্বেচ্ছ্বাসেবকদের দাবির পরিপ্রেক্ষিতে তাদেরকে মাসিক সম্মানি ভাতা ও সুযোগ সুবিধা প্রদানেরও আশ্বাস দেন মন্ত্রী।


সুন্দরবন সংলগ্ন খুড়িয়াখালী বাজারের প্রদীপন সাইকোন শেল্টারে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন ও সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মাহমুদুল হাসান। অন্যদের মধ্যে বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার সরকার, শরণখোলা রেঞ্জের এসিএফ মো. জয়নাল আবেদীন, সহ-ব্যবস্থাপনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাউথখালী ইউপির চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন, রায়েন্দা ইউপির চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এমএ খালেক খান, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কালাম, সহ-ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি এম ওয়াদুদ আকন, ইউপি সদস্য বাচ্চু মন্সী, মৎস্যজীবী নেতা সোলায়মান ফরাজী, পিপলস ফোরামের সভাপতি জাহাঙ্গীর জমাদ্দার, সিপিজি দলনেতা খলিলুর রহমান প্রমূখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত