৭মার্চের ভাষণ ইউনেসকোর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায়

কচুয়ায় আওয়ামীলীগের আনন্দ মিছিল

কচুয়া সংবাদদাতা

আপডেট : ০৫:৪৬ পিএম, বুধবার, ৮ নভেম্বর ২০১৭ | ৭০৮

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর মোমেরিজ অব দ্যা ওয়ার্ল্ড ইন্টার ন্যাশনাল রেজিষ্টার এ অন্তর্ভুক্তি হওয়ায় আনন্দ মিছিল করেছে কচুয়া উপজেলা আওয়ামী লীগ।

বুধবার বিকালে কচুয়া বাজারে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করে। মিছিলটি সদরের বিভিন্ন সড়ক প্রদনি করে। মিছিলে জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা চেয়ারম্যান এস.এম. মাহফুজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজরা ওবায়দুর রেজা সেলিম,নাজমা সরোয়ার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, ও যুগ্ম সাধারন স¤পাদক শিকদার কামরুল হাসান কচি, সাবেক উপজেলঅ ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ,

ইউপি চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ, পংকজ অধিকারী, মোঃ মকবুল হোসেন, উপজেলা যুবলীগ আহবায়ক শেখ মনিরুজ্জামান ঝুমুর,যুগ্ন আহবায়ক সুজন দিদার, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক খান সহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ আহবায়ক হাজরা ইসতিয়াক হোসেন(বাহাদুর)সহ দলীয় নেতৃবৃন্দ অংশ নেয়। এর আগে আওয়ামীলীগ ও তার সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে যোগ দেয়।

মিছিল শেষে কচুয়া বাজারের জিরো পয়েন্টে এক পথ সভা অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত