শরণখোলায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

শরণখোলা প্রতিনিধি

আপডেট : ০৬:৪৭ পিএম, বুধবার, ১৭ এপ্রিল ২০১৯ | ৬০০

আলোচন সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শরণখোলায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালিত হয়।

বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি কর্মকর্তা সৌমিত্র সরকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূরুজ্জামান খান, সমাজসেবা কর্মকর্তা অতিশ সরদার, সহকারী শিক্ষা কর্মকর্তা বিধান চন্দ্র, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এমএ খালেক খান, ডেপুটি কমান্ডার ও যুদ্ধকালীন ইয়াং অফিসার হেমায়েত উদ্দিন বাদশা প্রমূখ।


অনুষ্ঠান পরিচালনা করেন শরণখোলা স্কাউটস কমিশনার ও রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুলের শিক্ষক মো. বদিউজ্জামান বাদল। দিবসের কর্মসূচীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীরা অংশগ্রহন করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত