বাগেরহাটে তরুন ও জেন্ডার সংবেদনশীল বাজেট প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৬:৩২ পিএম, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯ | ১২৮১

বাগেরহাটে বাঁধন মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে তরুন ও জেন্ডার সংবেদনশীল বাজেট প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা একশন এইডের আর্থিক সহয়তায় এফোরআই প্রজেক্টের আওতায় রবিবার ও সোমবার (২৮ ও ২৯ এপ্রিল) দু’দিনব্যাপি এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।

এফোরআই প্রজেক্টের পি.সি. মুশফিকুল ইসলামের পরিচালনায় দু’দিন ব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালায় বাঁধনের ফকিরহাট ও বাগেরহাট সদর উপজেলার ৫০ জন ইয়ূথ অংশ গ্রহণ করেন। দু’দিন ব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালায় বাজেট সম্পর্কে ধারনা, বাজেট তৈরীর প্রক্রিয়া, অংশ গ্রহণ মূলক বাজেট, ইউনিয়ন পরিষদ বাজেট তৈরীর প্রক্রিয়া ও তরুন ও জেন্ডার সংবেদনশীল বাজেট তৈরীর প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়।

বাঁধনের এফোরআই প্রজেক্টের পি.ও. জয়নাল সরদার ও মামুন আহম্মেদের সার্বিক সহযোগীতায় দু’দিন ব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালায় সমাপনী বক্তব্য রাখেন, বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান মিলন, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের সচিব শেখ শওকাত আলী, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোসাঃ মরিয়ম বেগম, লাবলি বেগম প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত