টিফিনের টাকা বাঁচিয়ে পথ শিশুদের ঈদ বস্ত্র বিতরন

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৫:২৪ পিএম, সোমবার, ৩ জুন ২০১৯ | ১৯৩৯

বাগেরহাটে টিফিনের টাকা বাঁচিয়ে সুবিধা বঞ্চিত পথশিশুদের মাঝে ঈদের পোশাক বিতরন করেছে লাল সবুজ উন্নয়ন সংঘ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সোমবার বিকেলে শহরের যদুনাথ কলেজিয়েট স্কুল প্রাঙ্গনে এ ঈদবস্ত্র বিতরন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের সভাপতি অনুদীপ চক্রবর্তী, প্রচার সম্পাদক অনিরুদ্ধ দেবনাথ অনি, সাধারন সম্পাদক সুপ্রিয় রায় চৌধুরি, দপ্তর সম্পাদক নিলয় রায়, স্কুল বিষয়ক সম্পাদক অপু রায়। এছাড়াও এসময় অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাগেরহাট সরকারি বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে গত দু’বছর আগে লাল সবুজ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তোলা হয়। এই সংগঠনের শিক্ষার্থীরা টিফিনের টাকা বাঁচিয়ে সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের বিভিন্ন ভাবে সহয়তা করে থাকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত