দু’দিন ব্যাপি যুব ও জেন্ডার সংবেদনশীল বাজেট প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৫:০৩ পিএম, মঙ্গলবার, ১৮ জুন ২০১৯ | ৪২২৩

বাগেরহাটে বাঁধন মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে দু’দিন ব্যাপি যুব ও জেন্ডার সংবেদনশীল বাজেট প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা একশন এইডের আর্থিক সহায়তায় এফোরআই প্রজেক্টের আওতায় সোমবার ও মঙ্গলবার (১৭ ও ১৮ জুন) দু’দিনব্যাপি এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।


এফোরআই প্রজেক্টের পি.সি. খোন্দকার মুশফিকুল ইসলামের পরিচালনায় দু’দিন ব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালায় বাঁধনের ফকিরহাট ও বাগেরহাট সদর উপজেলার ৫০ জন ইয়ূথ অংশ গ্রহণ করেন। দু’দিন ব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালায় বাজেট সম্পর্কে ধারনা, বাজেট তৈরীর প্রক্রিয়া, অংশ গ্রহণ মূলক বাজেট, ইউনিয়ন পরিষদ বাজেট তৈরীর প্রক্রিয়া ও যুব ও জেন্ডার সংবেদনশীল বাজেট তৈরীর প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়।

বাঁধনের এফোরআই প্রজেক্টের পি.ও. জয়নাল সরদার ও মামুন আহম্মেদের সার্বিক সহযোগীতায় দু’দিন ব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালায় সমাপনী বক্তব্য রাখেন, বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান মিলন, কাড়াপাড়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মমতা সেন প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত