মুজিববর্ষ উপলক্ষে

শরণখোলায় ইসলামী ব্যাংকের ফলদ গাছের চারা বিতরণ

মহিদুল ইসলাম, শরণখোলা

আপডেট : ০৭:০৪ পিএম, বুধবার, ১৯ আগস্ট ২০২০ | ৮৮৯

মুজিববর্ষ উপলক্ষে ইসলামী ব্যাংক বাগেরহাটের শরণখোলা শাখা গাছের চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছে। ‘মুজিববর্ষের আহবান, লাগাই গাছ বাড়াই বন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার বিকালে চারা বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন।

রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল মিলনায়তনে চারা বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলতান আহমেদ গাজী, ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. অহিদুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শাখা ব্যবস্থাপক মো. অহিদুজ্জামান বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, গাছের চারা বিতরণ ইসলামী ব্যাংকের একটি নিয়মিত কার্যক্রম। বিশেষ করে এবার মুজিববর্ষ উপলক্ষে আরো অতিরিক্ত চারা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচীর আওতায় শরণখোলার ৩৪টি গ্রামে এক হাজার ৮০০টি বিভিন্ন ফলদ গাছের চারা বিতরণ করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত