নৌকা প্রতীকের প্রার্থী হচ্ছেন অর্চনা দেবী বড়াল

চিতলমারীর চরবানিয়ারী ইউপি’র উপ নির্বাচন ২৫ জুলাই

এস এস সাগর, চিতলমারী

আপডেট : ০৬:১০ পিএম, সোমবার, ২৪ জুন ২০১৯ | ৩৯৩০

আগামী ২৫ জুলাই চিতলমারী উপজেলার চরবানিয়ারী ইউনিয়ন পরিষদের উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১৯ জুলাই এ সংক্রান্ত তফসিল ঘোষণা করা হয়েছে। এখানে নৌকা প্রতীকের একক প্রার্থী হিসেবে অর্চনা দেবী বড়াল (ঝর্ণা) দলীয় মনোয়নয় পাচ্ছেন। সোমবার সন্ধ্যায় স্থানীয় উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

চিতলমারী উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল মজিদ বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, গত ৩১ মার্চ এখানে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চরবানিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ফলে চরবানিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূণ্য হয়। সেই চেয়ারম্যান পদটির জন্য গত ১৯ জুলাই তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী চরবানিয়ারী ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে ৩০ জুন মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২ জুলাই। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ জুলাই ও ২৫ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।

চিতলমারী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায় বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, চরবানিয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার একক প্রার্থী হিসেবে অর্চনা দেবী বড়ালকে (ঝর্ণা) দলীয় মনোয়নয় দেয়া হয়েছে।

প্রসংগত, অর্চনা দেবী বড়াল (ঝর্ণা) ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান উপজেলা পরিযদের চেয়ারম্যান অশোক কুমার বড়ালের সহধর্মিনী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত