ফকিরহাটে কিশোরীদের স্বাস্থ্য পরিচর্যা সম্পর্কে ধারনা

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৬:০৯ পিএম, সোমবার, ২৪ জুন ২০১৯ | ৮১৭

ফকিরহাটে ২শতাধিক স্কুল কলেজের কিশোরী শিক্ষার্থীকে স্বাস্থ্য পরিচর্যা সম্পর্কে ধারনা প্রদান করা হয়েছে। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের প্রশিক্ষন মিলনায়তনে স্বাস্থ্য পরিচর্যা সম্পর্কে আলোচনা সভায় এই ধারনা প্রদান করা হয়।

স্বাস্থ্য পরির্চযা দিবস-২০১৯ উপলক্ষে বেসরকারী উন্নয়ন সংস্থা সিএসএস এর ওয়াশ প্রকল্পের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ শাহানাজ পারভীন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অসিম কুমার সমাদ্দার।

সিএসএস এর এরিয়া ম্যানেজার গোপাল চন্দ্র রাহার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, স্যেনেটারী অফিসার দেবরাজ মিত্র, সংস্থার পিসি মাহাবুর রহমান, প্রকল্প সমন্বয়কারী আল আমীন হোসেন। মাসিক ব্যাবস্থাপনায় সচেতন হই আজই, এখনই-এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ২শতাধিক স্কুল কলেজের কিশোরী শিক্ষার্থীকে স্বাস্থ্য পরিচর্যা সম্পর্কে বিশেষ ধারনা প্রদান করা হয়। এর আগে একটি বিশাল র‌্যালী উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত