রামপালে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

এম,এ সবুর রানা, রামপাল

আপডেট : ০৯:৪২ পিএম, মঙ্গলবার, ২৫ জুন ২০১৯ | ১১৪৬

রামপালে নবাগত বাগেরহাটের জেলা প্রশাসক মামুন উর-রহমান এর সাথে এক মতবিনিময় সভা রামপাল উপজেলা অডিটোরিয়ামে মঙ্গলবার বিকাল ৩ টায় অনুষ্ঠিত হয়।

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নবাগত জেলা প্রশাসক মামুন উর-রহমান।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর হোসেন, চেয়ারম্যান নাজমুল কবির ঝিলাম, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধ আব্দুল হামিদ, এনজিও প্রতিনিধি আবু বকর সিদ্দিক, লিপি পান্ডে প্রমুখ।

মতবিনিময় সভায় জনপ্রতিনিধি, শিক্ষক, এনজিও প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নবাগত জেলা প্রশাসক বলেন, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে হলে মুক্তিযুদ্ধের চেতনা লালন করে দেশকে এগিয়ে নিতে হবে। এ এলাকার মানুষ যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে এজন্য সকলকে এক সাথে কাজ করতে হবে। সুপেয় পানির সমস্যা, নারী ও শিশুর অধিকার রক্ষা, বাল্য বিয়ে প্রতিরোধ, নদী-খাল খনন ও শিক্ষার মানোন্নয়নে তিনি সকলের সহযোগীতা কামনা করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত