শরণখোলায় বাসের ধাক্কায় নারীসহ আহত-৩

মহিদুল ইসলাম, শরণখোলা

আপডেট : ০৪:২২ পিএম, সোমবার, ৫ আগস্ট ২০১৯ | ৫২৪

শরণখোলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যানচালকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার পাঁচরাস্তা বাদল চত্বর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসময় বিক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর করে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।

আহতরা হলেন, গোলবুনিয়া গ্রামের ফুলমিয়ার ছেলে ভ্যানচালক মো. সবুর মিয়া (৪৫) এবং ওই ভ্যানের যাত্রী কদমতলা গ্রামের শহিদুলের স্ত্রী নাছিমা বেগম (৪০) ও তার ছেলে নাজমুল (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাহফুজ (চট্টগ্রাম জ-১৩৭১) নামের লোকাল পরিবহনের বাসটি শরণখোলার তাফালবাড়ী স্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে মোরেলগঞ্জে যাচ্ছিল। উপজেলা সদরর পাঁচরাস্তা মোড় অতিক্রম করার সময় নিয়ন্ত্রন হারিয়ে বাসটি যাত্রীবোঝাই ভ্যানে ধাক্কা দেয়।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার সরকার বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। এঘটনায় মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত