সুন্দরবনে আড়াই হাজার কেজি কাকড়া উদ্ধার

স্টাফ রিপোর্টার

আপডেট : ১১:৩২ পিএম, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭ | ৭৫৪

কাকড়া

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ এলাকা থেকে অবৈধ ভাবে আহরণকৃত আড়াই হাজার কেজি শিলা কাকড়া উদ্ধার করেছে বন বিভাগ ও কোস্টগার্ড। এ সময় দুইটি নৌকা আটক করা হলেও কেউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত রপ্তানীপন্য শিলা কাকড়া নিলাম দেয়া হবে বলে জানিয়েছে সুন্দরবন বিভাগ।

সুন্দরবনের চাদপাই রেঞ্জ কর্মকর্তা এসিএফ মো. মেহেদীজ্জামান বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, সোমবার দিবাগত রাত ১টার দিকে সুন্দরবন বিভাগ ও কোস্টগার্ড সদস্যরা মোংলার পশুর নদীর সুন্দরবন সংলগ্ন জয়মনি এবং চিলা এলাকায় পৃথক অভিযান চালায়। এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে অসাধু জেলেরা নৌকা থেকে নদীতে লাফিয়ে পালিয়ে যায়। পরে ওই দুইটি নৌকায় তল্লাশী চালিয়ে প্রায় আড়াই হাজার কেজি রপ্তানীযোগ্য শিলা কাকড়া আটক করা হয়। সুন্দরবনের মধ্য দিয়ে শুধু মাছ পরিবহনের জন্য নৌকা দুইটির পাস গ্রহন করে তারা বেআইনি ভাবে কাকড়া আহরন ও পরিবহন করায় কাকড়াসহ নৌকা দুইটি আটক করা হয়েছে।

সুন্দরবন বিভাগের চোখ ফাঁকি দিয়ে সুন্দরবনের বিভিন্ন নদী-খাল থেকে শিলা কাকড়া আহরণ করে পাচারের উদ্দেশ্যে পরিবহন করছিল জেলে নামধারী একদল দুর্বৃত্ত।।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত