মানব পাচার প্রতিরোধ ও দমন

মোল্লাহাটে জাতীয় কর্ম-পরিকল্পনা বাস্তবায়নে অবহিত করণ সভা

মোল্লাহাট প্রতিনিধি

আপডেট : ০২:২২ পিএম, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০১৯ | ৪৯৮

মোল্লাহাটে মানব পাচার প্রতিরোধ ও দমন জাতীয় কর্ম-পরিকল্পনা-২০১৮ বাস্তবায়ন বিষয়ক অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী প্রতিষ্ঠান ইনসিডিন বাংলাদেশের আয়োজনে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ কামরুন্নেছার সভাপতিত্বে এ অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা কর্মকর্তা বর্ণালী ঘোষ বর্ণা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, যুবউন্নয়ন কর্মকর্তা এস,এম, মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার ও প্রেসকাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন সরকারী ও বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিশু প্রতিনিধি প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইনসিডিন বাংলাদেশের কো-অর্ডিনেটর এ্যাড. মোঃ রফিকুল আলম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত