ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের

বাগেরহাটে নারীর ক্ষমতায়ন ও আইন বিষয়ে কর্মশালা

স্টাফ রিপোর্টার

আপডেট : ০২:০৩ পিএম, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০১৯ | ৪৮০

বাগেরহাটের নারীর রাজনৈতিক ক্ষমতায়ন কেন গুরুত্বপূর্ণ ও আইন সমূহ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বাগেরহাট প্রেসকাবের সম্মেলন কক্ষে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত দুই রাজনৈতিক দলের নেতাদের সমন্বয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন ও আইন বিষয়ে যথাযথ বাস্তবায়নের ক্ষেত্রে অংশগ্রহন কারিরা একমত পোষন করেন।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রিজিওনাল কো-অর্ডিনেটর আসমা আক্তারের সভাপতিতে কর্মশালায় বক্তব্য দেন বাগেরহাট জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজ্জাফ্ফর রহমান আলম, বিএনপি নেতা অধ্যাপিকা সাহিদা আক্তার, এ্যাডভোকেট আব্দুল হাই, এ্যাডভোকেট মেহেরুন নেছা, মেহেবুবুল হক কিশোর,শিরিনা আক্তার, আওয়ামীলীগ নেতা অম্বরিশ রায়, ইউপি চেয়ারম্যান আকতারুজ্জামান বাচ্চু, এ্যাডভোকেট শরিফা খানম, আবুল হাসেম শিপন, ইবনে মিজান হিরু, আজমিন নাহার, রাবেয়া রহমানসহ আওয়ামী লীগ- বিএনপি, গনমাধ্যম কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা এতে অংশ গ্রহন করে। সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্র্রোগ্রাম অফিসার রুবাইয়াত হাসান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত