মোরেলগঞ্জে কমিউনিটি মেডিকেল অফিসারকে অর্থদণ্ড 

মশিউর রহমান মাসুম,মোরেলগঞ্জ

আপডেট : ০২:১৯ পিএম, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯ | ৩৯০

প্রতিকী ছবি
মোরেলগঞ্জে এক সরকারি কমিউনিটি মেডিকেল অফিসার ও একটি বেসরকারি ক্লিনিকের ম্যানেজারকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বেলা ২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান এ দণ্ডাদেশ দেন।
দন্ডপ্রাপ্তরা হচ্ছন মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালের সাব এ্যাসিসট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার(স্যাকমো) মনিকা মল্লিক ও রহিমা মেমোরিয়াল হাসপাতালের ম্যানেজার সুমন শিকদার। নির্বাহী কর্মকর্তার নিকট উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার শর্মী রায় লিখিতভাবে অভিযোগ করলে এ দন্ডাদেশ দেওয়া হয়।
এ সম্পর্কে নির্বাহী কর্মকর্তা বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, সরকারি বিধি লঙ্ঘন করে মনিকা মল্লিক বেসরকারি হাসপাতালে প্রাইভেট প্রাকটিস করার অপরাধে তাকে অর্থদন্ড দেওয়া হয়েছে। এছাড়া রহিমা মেমোরিয়াল হাসপাতালের লাইসেন্স না থাকায় ওই হাসপাতালের ম্যনেজার সুমন শিকদারকেও অর্থদণ্ড দেওয়া হয়।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত