মোরেলগঞ্জে ন্যাশনাল সার্ভিস প্রশিক্ষন কর্মসূচির উদ্ধোধন

মোরেলগঞ্জ সংবাদদাতা

আপডেট : ০৮:৪৩ পিএম, রোববার, ৩ ডিসেম্বর ২০১৭ | ১২২৬

বেকার যুবকদের কর্মস্থান ও ঘরে ঘরে চাকুরী দেয়ার সরকারের অঙ্গিকারের অংশ হিসেবে মোরেলগঞ্জে রোববার ন্যাশনাল সার্ভিস প্রশিক্ষন কর্মসূচির উদ্ধোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান এ কর্মসূচির উদ্ধোধন করেন।

উপজেলা অফিসার্স কাব মিলনাতনে অনুষ্ঠিত উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.আলগীর হুসাইন , যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ঋষি কেশ দাস, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অনুপম রায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার রতন কৃষ্ণ দাস।


উপজেলা ১৬ ইউনিয়ন ও পৌরসভা থেকে আবেদনকৃত ১৭ শ’ ২৫ জনের মধ্যে ১ হাজার জন শিক্ষিত বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষন ৫ টি ভেন্যুতে শুরু হয়েছে। রওশন আরা ডিগ্রী মহাবিদ্যালয়ে ৩ টি, ১০৭ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১টি এবং অফিসার্স কাব মিলনায়তন এ ভেন্যুতে ৩ মাস ওই প্রশিক্ষন চলবে।

যারা প্রশিক্ষন প্রদান করেন তারা হলেন, উন্নয়ন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অনুপম রায়, মৎস্য অফিসার প্রনব কুমার বিশ^াস, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা: জিএম আব্দুল কুদ্দুস, উপজেলা সহকারী শিক্ষা অফিসার বিশ^জিৎ কর্মকার প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত