চিতলমারীর সংগীত শিল্পী কেসিবোস রঞ্জন আর নেই !

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ০৮:৪২ পিএম, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯ | ৭০২

‘আমার লাইন হয়ে যায় আঁকা-বাঁকা। ভালো না হাতের লেখা। আসও যদি বাঁশ বাগানে, আবার হবে দেখারে বন্ধু। আবার হবে দেখা-এই গানটি গেয়ে যিনি এক সময় দর্শকদের মাতিয়ে রাখতেন সেই গুণী সংগীত শিল্পী কেসি বোস রঞ্জন (৫০) ইহ জগৎ ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছেন। গত বুধবার রাত ১০ টার দিকে তিনি বাগেরহাটের চিতলমারী উপজেলার খড়মখালী গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শিল্পী কেসি বোসের স্ত্রী ঝর্ণা বোস বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, গত ৬-৭ বছর ধরে তার স্বামী ফুসফুস জনিত রোগে ভুগছিলেন। তার অসুস্থতার খবর জানতে পেরে সাবেক সাংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় বক্ষব্যধি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। এছাড়া দেশের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে নিয়েও তাকে সুস্থ করা সম্ভব হয়নি। এ অবস্থায় গত বুধবার সন্ধ্যায় খুবই অসুস্থ হয়ে পড়েন। এদিন রাত ১০ টার দিকে তিনি মারা যান। স্বামীর মৃত্যুতে একমাত্র ছেলের পড়াশুনা করানোর ব্যাপারে ও সামনে কিভাবে বেঁচে থাকবেন সেটির কোন অবলম্বন খুঁজে পাচ্ছেন না তিনি।

খবর পেয়ে শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল, নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম, আওয়ামী লীগ সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়সহ অনেকে ওই বাড়িতে ছুটে যান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত