মোরেলগঞ্জে পুলিশ পাহারায় টিসিবির পিঁয়াজ বিক্রি শুরু

মশিউর রহমান মাসুম,মোরেলগঞ্জ

আপডেট : ০৪:১৬ পিএম, সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯ | ৫৩৫

মোরেলগঞ্জে ৪৫ টাকা কেজি দরে পিঁয়াজ বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি)। সোমবার বেলা ৯টা থেকে সন্ন্যাসী বাজারে এ পিয়াজ বিক্রি শুরু করেন । দীর্ঘ দিন পরে ক্রয় ক্ষমতার মধ্যে পিঁয়াজ পাওয়ায় টিসিবির দোকানে ক্রেতাদের ভীড় সামলাতে ও শৃংখলা রক্ষার জন্য আনসার সদস্য ও পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

পিঁয়াজের বাজার নিয়ন্ত্রণ ও দাম ভোক্তাদের সাধ্যের মধ্যে নিশ্চিত করতে ৪৫ টাকা কেজি দরে মোরেলগঞ্জে পেঁয়াজ বিক্রি শুরু করেছেন টিসিবি ডিলার মো. জিয়াউল হক। প্রথম দফায় এখানে ৫টন পিঁয়াজসহ ডাল, চিনি ও তেল বিক্রয় শুরু করেছেন। ইউনিয়ন চেয়ারম্যান মাষ্টার আবুল খায়ের পিঁয়াজ বিক্রয়ের আনুষ্ঠানিক উদ্বেধন করেন।

টিসিবি ডিলার জ্যোতি এন্টারপ্রাইজের সত্বাধিকারী জিয়াউল আহসান বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, বাজার নিয়ন্ত্রণের কথা ভেবে প্রথম দফায় জনপ্রতি দুই কেজি করে পিঁয়াজ বিক্রয় করা হচ্ছে। সরবরাহে সরকারের তরফ থেকে ঘাটতি নেই। ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিক্রয় চলবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত