রামপালে প্রাথমিক ও এবতেদায়ী পরীক্ষায় ধারাবাহিক সাফল্য অর্জন

রামপাল প্রতিনিধি

আপডেট : ০৬:৩১ পিএম, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯ | ৪৯৭

রামপালে প্রাথমিক শিক্ষা সমাপনী ও এবতেদায়ী সমাপনী পরীক্ষায় বরাবরেরমত এবারও ধারাবাহিক ভাবে সাফল্য ধরে রেখেছে। উপজেলার ১২৮ প্রাথমিক বিদ্যালয়ের মোট ২ হাজার ১৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহন করে। এর মধ্যে ২ হাজার ১৫৩ জন কৃতকার্য হয়েছে। পাশের হার ৯৮.৯৮ ভাগ।

এর মধ্যে বালক অংশগ্রহন করেছে ১ হাজার ১৪জন ও বালিকা অংশগ্রহন করেছে ১ হাজার ১৪৩ জন। বালকদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯৬ জন ও বালিকাদের মধ্যে ১৩২ জন। ২৯ টি এবতেদায়ী মাদরাসায় ছাত্র-ছাত্রী অংশ গ্রহন করেছে ৪০০ জন। এরমধ্যে পাশের হার প্রায় শত ভাগ। জিপিএ-৫ পেয়েছে বালক ৮জন ও বালিকাদের মধ্যে ১১ জন। ১১টি কিন্ডারগার্টেন ও ১টি এনজিও স্কুলের ছাত্র ছাত্রী সমাপনী পরীক্ষায় অংশগ্রহন করে। রামপাল উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মতিউর রহমান, এ তথ্য বাগেরহাট টুয়েন্টি ফোরকে নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত