রামপালে কৃষকদের ধান সংগ্রহের তালিকায় অনিয়ম

রামপাল প্রতিনিধি

আপডেট : ০৬:০৮ পিএম, বুধবার, ১ জানুয়ারী ২০২০ | ৫৭০

রামপালে প্রকৃত কৃষকদের তালিকা ভূক্তকরনে নানা অনিয়মের অভিযোগে পাওয়া গেছে, এ ঘটনায় প্রকৃত কৃষকরা প্রতিবাদ সমাবেশ করেছে। জানাগেছে, সরকারীভাবে আমন ধান সংগ্রহের লক্ষে প্রকৃত কৃষকদের তালিকাভূক্ত করে লটারীর মাধ্যমে ধান সংগ্রহের কথা রয়েছে। এজন্য উপজেলার সদর ইউনিয়নে তালিকা চুড়ান্তকরণ ও লটারীর মাধ্যমে ধান সংগ্রহের লক্ষে কৃষকদের ডাকা হয়। স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তা মানষ কুমার দাস ইউনিয়ন পরিষদের সদস্যদের সাথে সমন্বয় না করে তড়িঘড়ি করে একটি ত্রুটিপূর্ণ তালিকা তৈরী করেন। এতে স্থানীয় কৃষক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ পরিষদের সদস্যবৃন্দ তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রকৃত তালিকা প্রনয়নের দাবি জানান।

এ বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা মানষ কুমার দাসের কাছে জানতে চাইলে তিনি কোন সদ্যুত্তোর দিতে পারেননি। অভিযোগের বিষয়ে সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জামিল হাসান জামু জানান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা দায়সারা গোছের কাজ করেছেন। এ ব্যপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণা রানী মন্ডলের দৃষ্টি আকর্ষন করা হলে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, বাড়ি বাড়ি গিয়ে প্রকৃত কৃষকদের নামের তালিকা তৈরী করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত