২১৭ পিচ ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক মাদক কারবারি

মহিদুল ইসলাম, শরণখোলা

আপডেট : ০৪:৩৮ পিএম, সোমবার, ৬ জানুয়ারী ২০২০ | ৬৯৩


বাগেরহাটের শরণখোলায় র‌্যাব-৬ খুলনার স্পেশাল কোম্পানীর সদস্যরা রবিবার রাতে অভিযান চালিয়ে ইউসুফ আলী আকন (৪৯) নামের এক মাদক কারবারিকে আটক করেছে। তার কাছ থেকে ২১৭পিচ ইয়াবা, একটি মোবাইল ফোন, একটি মেমোরি ও একটি সীমকার্ড উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ১১টায় শরণখোলা থানায় হস্তান্তর করার পর তাকে বাগেরহাট আদালতে পাঠিয়েছে পুলিশ।


গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন রাত ৮টার দিকে শরণখোলার পহলানবাড়ি বাসস্ট্যান্ড এলাকা থেকে ইউসুফকে আটক করে র‌্যাব। ওই মাদক কারবারি উপজেলার ধানসাগর ইউনিয়নের ছোট নলবুনিয়া গ্রামের মৃত কদম আলী আকনের ছেলে।


শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাইদ বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, র‌্যাব-৬ (ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানী) খুলনার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. হায়দার বাদি হয়ে ইউসুফের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন।


মামলার এজাহারের বরাত দিয়ে ওসি জানান, ইউসুফ দীঘদিন ধরে ইয়াবার কারবার করে আসছে। জেলার শরণখোলা, মোরেলগঞ্জ, ফকিরহাটসহ বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করায় তার বিশাল মাদকের নেটওয়ার্ক গড়ে উঠেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত