কৃষিঋণ নীতিমালা বিষয়ে

বাগেরহাটে ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময়

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৪:৩৮ পিএম, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭ | ৬৫১

বাগেরহাটে কৃষিঋণ,এসএমই নীতিমালা, আসল নোটের বৈশিষ্ট, ঋণ শ্রেণীকরন ও পুনঃতফসিলীকরণ সংক্রান্ত বিষয়ে ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বাগেরহাটের চিংড়ি গবেষণা কেন্দ্র মিলনায়তনে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের বাগেরহাট শাখার আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের খুলনার মহাব্যবস্থাপক অসীম কুমার মজুমদার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার উপ-ব্যবস্থাপক মো. আমজাদ হোসেন।

প্রধান অতিথি বলেন, দেশের ৮৫ ভাগ মানুষই কৃষক। এই কৃষি নির্ভর অর্থনীতিকে এগিয়ে নিতে আমাদের সকলের দায়িত্ব হবে কৃষকদের সঠিক সময়ে ঋণ বিতরণ করা। ঋণ বিতরণের ক্ষেত্রে আমাদের বিরুদ্ধে যেন কোন কৃষক অভিযোগ না করতে পারে সেজন্য আমাদের আরও সতর্ক হতে হবে। কারন কৃষকের কাছে আমরা দায়বদ্ধ। তাই কৃষি মৌসুম অনুযায়ী কৃষকদের প্রতি বেশি বেশি নজর দেয়ার জন্য তিনি ব্যাংক কর্মকর্তাদের প্রতি আহবান জানান।

এই মতবিনিময় সভায় বাগেরহাটের সকল ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও ক্রেডিট কর্মকর্তারা অংশ নেন।

বেসরকারি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের বাগেরহাট শাখার ব্যবস্থাপক পিন্টু কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কৃষি ব্যাংকের বাগেরহাটের মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক নজরুল ইসলাম, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক মোল্লা মো. আব্দুস সালাম, সোস্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক মো. আরিফুজ্জামান, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক শেখ নিয়াজ হাসান, জনতা ব্যাংকের রবিন্দ্রনাথ মিস্ত্রি প্রমূখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত