শরণখোলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

শরণখোলা সংবাদদাতা

আপডেট : ০৪:৫৭ পিএম, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭ | ৮৭৪

শরণখোলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ, নাগরিক ঐক্য পরিষদ, প্রাথমিক সহকারী শিক্ষক সমাজসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে র‌্যালি, শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

শরণখোলা নাগরিক ঐক্য পরিষদের উদ্যোগে সকাল ৯টায় র‌্যালি ও শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে শরণখোলা প্রেসকাব মিলনায়তনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। ঐক্য পরিষদের যুগ্ম-আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন কমিটির যুগ্ম-আহবায়ক ও জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মতিয়ার রহমান খান, যুগ্ম-আহবায়ক ও উপজেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি মীর সরোয়ার হোসেন, রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক আসাদুজ্জামান মিলন, প্রেসকøাবের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সুজন’র সভাপতি সাংবাদিক শেখ মোহাম্মদ আলী, সুজন’র সাধারণ সম্পাদক ও পল্লী চিকিৎসক মো. রুহুল আমিন, সমাজসেবক ফরিদ খান মিন্টু, শিক্ষক নেতা শহিদুল ইসলাম খান, বিএনপি নেতা প্রভাষক শহিদুল ইসলাম দুলাল, সিপিবি নেতা শফিকুল ইসলাম খোকন, শিক্ষক মো. কামাল হোসেন, ইউপি সদস্য কাওসার হোসেন, লাইলী কাঞ্চন, আকলিমা বেগম, সাগর আক্তার, ডলি বেগম, প্রমূখ।

এছাড়া, উপজেলা যুবলীগ র‌্যালি ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে প্রেসকাব চত্বরে সভা করে। যুবলীগের আহবায়ক আসাদুজ্জামান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমএ রশিদ আকন, শ্রমিক লীগের সভাপতি মেজবাহ উদ্দিন খোকন, কৃষক লীগের সভাপতি এম ওয়াদুদ আকন, স্বেচ্ছ্বাসেবক লীগের আহবায়ক রোকনুজ্জামান বিপ্লব, যুবলীগের যুগ্ম-আহবায়ক শামীম মুন্সী, হাসানুজ্জামান জোমাদ্দার, যুবলীগ নেতা জিয়াউদ্দিন তালুকদার প্রমূখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত