আজ মোরেলগঞ্জ হানাদার মুক্তদিবস

মোরেলগঞ্জ সংবাদদাতা

আপডেট : ০৬:৫৪ পিএম, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭ | ৭৮৮

আজ ১৪ ডিসেম্বর মোরেলগঞ্জ মুক্ত দিবস। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধ শেষে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর হানাদার মুক্ত হয় মোরেলগঞ্জ উপজেলা। মোরেলগঞ্জ ছাত্রলীগের তৎকালীন সভাপতি সুন্দরবন সাব সেক্টর মুজিব বাহিনীর প্রধান ডা. মোসলেম উদ্দিনের নেতৃত্বে ১১ জনের একটি দল মোরেলগঞ্জকে হানাদার মুক্ত করেন। ডাঃ মোসলেম উদ্দিন বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, পরিকল্পনা অনুযারী মুক্তিযোদ্ধারা ১৩ ডিসেম্বর মধ্যরাতে মংলা থেকে মোরেলগঞ্জে আসে। রাত ১১টার দিকে উপজেলা সদরের নব্বইরশি টাউন হাইস্কুল মাঠে অবস্থান নেয়। তারা গভীর রাতে বাজারের কবিরাজদের দালানে অবস্থিত রাজাকারদের ক্যাম্পটি দখলে নিতে বাজারের বিভিন্ন স্থানে অবস্থান নেয়। প্রথমে বাহিনী প্রধান ডাঃ মোসলেম উদ্দিন রাজাকার ক্যাম্পে গুলি চালান। পরে বাহিনীর অন্যান্য সদস্যরাও চারদিক থেকে একযোগে গুলি শুরু করে। হঠাৎ গুলির শব্দ শুনে মোরেলগঞ্জের ৬টি রাজাকার ক্যাম্পে অবস্থানরত শতাধীক রাজাকার ভয়ে ক্যাম্প ছেড়ে পানগুছি নদী পাড় হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। ঐদিন সকালে ডাঃ মোসলেম উদ্দিনের নেতৃত্বে মুক্তিকামী জনতা ও মুজিববাহিনীর সদস্যরা দখলকৃত ক্যাম্পে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শণ করেন।


মোরেলগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার যুদ্ধকালীন ছাত্রফ্রন্টের কমান্ডার লিয়াকত আলী বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, ১৪ ডিসেম্বর সকাল ১১ টায় গোটা মোরেলগঞ্জ হানাদার মুক্ত হয়। এর তিনদিন পর ১৭ ডিসেম্বর পতাকা উত্তোলন করা হয়। এসময় বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন খান, মন্নান তালুকদার, এনায়েত তালুকদার, মোশারেফ হোসেন, আঃ হাই সিকদার ও নুরুল ইসলাম সহ ৫ শতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন ও সম্মাননা প্রদর্শণ করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত