৫ সাংবাদিককে সদস্য পদ প্রদান

মুজিববর্ষে চিতলমারী উপজেলা প্রেসক্লাবে আলোচনা সভা

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ০৬:৩০ পিএম, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০ | ৯৮৭

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চিতলমারী উপজেলা প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন প্রেসক্লাবের সদস্যবৃন্দ। মাল্যদান শেষে প্রেসক্লাবের সভাপতি পংকজ মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি তাওহিদুর রহমান বাবু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাফা, নির্বাহী সদস্য সদস্য এস এস সাগর, শেখর ভক্ত, প্রদীপ মন্ডল ও দেবাশীষ বিশ্বাস। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য কামরুল ইসলাম, শহিদুল ইসলাম সোহেল।

সভা শেষে মুজিবর্ষ উপলক্ষে বিভিন্ন মিডিয়ায় কর্মরত ৫ জন সাংবাদিককে প্রেসক্লাবের প্রাথমিক সদস্য পদ প্রদান করা হয়। সদস্যপদ প্রাপ্ত সাংবাদিকরা হলেন দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি কপিল ঘোষ, দৈনিক বাংলাদেশ সমাচারের সোহেল সুলতান মানু, সাপ্তাহিক একতার পংকজ রায়, দৈনিক সমাজের কথা’র টিটব বিশ্বাস ও দৈনিক মানবজমিন পত্রিকার খান হাফিজুর রহমান।

অনুষ্ঠান শেষে সকল সাংবাদিককে প্রেসক্লাব সভাপতি পংকজ মন্ডলের লিখিত ‘খবরের ফেরিওয়ালা’ বইটি উপহার দেওয়া হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত